বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চেয়ে আবেদন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২০, ১১:৪৪ এএম


বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চেয়ে আবেদন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন  স্থগিত চেয়ে আবেদন করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জামিন স্থগিত চেয়ে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছন।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের মামলায় ঢাকার জজ আদালত থেকে স্থায়ী জামিন পান  বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ ২৫ নভেম্বর (বুধবার) তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন বলে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত। তৌফিক ইমরোজ ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।

এমএইচডি/এসএম

Link copied