‘ফ্রুটিকা খেয়ে’ কৃষিমন্ত্রী সত্য কথা বলেছেন : ব্যারিস্টার খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে। এটাকে নির্বাচন বলা যায় না। নির্বাচনের নামে ষড়যন্ত্র বলতে হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, ভোট তো হচ্ছে না। কীসের ভোট? কনটেস্টই তো নাই। নির্বাচন মানে তো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। এখানে আওয়ামী লীগেরও নৌকা, স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগের। জাতীয় পার্টিও আওয়ামী লীগ থেকে কনসার্ন নিয়ে, তাদের মতামত নিয়ে বিরোধী দল হতে চায়। এটা ভাগাভাগির নির্বাচন। এটাকে কি নির্বাচন বলে? এটা নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। নির্বাচনের নামে ষড়যন্ত্র।
আরও পড়ুন
তিনি বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে রাতের বেলা ভোট চুরি করেছে। এবারও ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ দল হিসেবে গণতন্ত্রে বিশ্বাস করে না। মানুষের মৌলিক অধিকার তারা হরণ করে।
তিনি বলেন, তাদের কৃষিমন্ত্রী বলেছে, বিএনপি ভোটে এলে সব নেতাকর্মীকে এক রাতের মধ্যে বের করে দেবে। তার কথাতেই বোঝা যাচ্ছে তারা আদালতও নিয়ন্ত্রণ করছে। ‘ফ্রুটিকা খাওয়া’র কারণে কৃষিমন্ত্রীর মুখ দিয়ে সত্য কথা বের হয়ে গেছে!
এমএইচডি/এসএম