খালেদা জিয়ার সঙ্গে ছবি তুলতে যাওয়া যুবক কারাগারে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছবি তুলতে যাওয়া সুজন (৩০) নামে এক যুবককে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মনির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার একই আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে ভাটারা থানার নন জিআর শাখার নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মনির হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
জানা যায়, শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে বিনা অনুমতি প্রবেশের চেষ্টা করে। পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভাটারা থানা সূত্রে জানা যায়, সুজন শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের কেবিনে প্রবেশ করতে চেয়েছিলেন। তবে এতে তিনি কারও অনুমতি নেননি। জিজ্ঞাসাবাদে সুজন পুলিশকে জানান, তিনি খালেদা জিয়ার সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলেন।
এনআর/এসকেডি