রায় প্রকাশ: চেকের মামলার বিচার হবে যুগ্ম দায়রা জজ আদালতে

চেক সংক্রান্ত মামলার বিচার শুধুমাত্র যুগ্ম দায়রা জজ আদালতে হবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব ১৯ পৃষ্ঠার রায়ের অনুলিপি হাতে পেয়েছেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এর আগে ১৮ অক্টোবর সব চেকের মামলার বিচার শুধুমাত্র যুগ্ম দায়রা জজ আদালতে হবে বলে রায় দেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ নিয়ে সব অধস্তন আদালতকে নির্দেশনা জারি করতে বলা হয়।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।
রিটকারী আইনজীবী ওই দিন বলেছিলেন, চেক সংক্রান্ত মামলা শুনানির জন্য কোনো আদালত নির্ধারিত ছিল না। এ ধরনের মামলা অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ বা কখনও দায়রা জজ আদালত নিজেই শুনতেন। এ কারণে চেকের মামলার রায়ের পর আপিল করার ফোরাম চেঞ্জ হয়ে যেতো। হাইকোর্টে আপিল করা লাগতো।
এ বিষয়টি চ্যালেঞ্জ করে ২০১৮ সালে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট রায়ে বলেছেন, চেকের মামলা শুধুমাত্র যুগ্ম দায়রা জজ আদালতে শুনানি হবে। এ রায়ের ফলে যুগ্ম দায়রা জজ আদালতের আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করতে হবে। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে বলে জানান আইনজীবী।
এমএইচডি/এসএম