খাদ্যসামগ্রী নিয়ে অসহায়দের পাশে আইনজীবী শিরিন

চলমান লকডাউনে গরিব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফারহাত জাহান শিরিন। কখনও নিজের প্রাইভেটকারে, কখনও পিকআপ ভ্যানে রাজধানীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে খাবার নিয়ে ছুটছেন তিনি।
দুই সপ্তাহ ধরে চলা লকডাউনের মধ্যে তিনি ৪শ পরিবারের মাঝে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মানবতার কল্যাণে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ এপ্রিল) অ্যাডভোকেট ফারহাত জাহান শিরিন ঢাকা পোস্টকে বলেন, গত বছর করোনা আসার পর থেকে অসহায়-কর্মহীন মানুষকে সহযোগিতা করে আসছি। এবার লকডাউনের পর থেকে আবার নতুন করে গরিব-অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ইফতারি বিতরণ করছি।
তিনি বলেন, রমজান শুরুর পর থেকে প্রতিদিন সকাল ১০টায় খাদ্যসামগ্রী বিতরণ করতে বের হই। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনমজুর, রিকশাচালকসহ অসহায় মানুষকে খুঁজে বের করে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করি। বিকেল ৩টায় আবার বাসায় ফিরে যাই।

মোহাম্মদপুর, মিরপুর, কাকরাইল, পল্টন, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকার ভাসমান মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন অ্যাডভোকেট ফারহাত জাহান শিরিন। বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেজে রয়েছে চাল ২৫ কেজি, পোলার চাল ২ কেজি, ছোলা দুই কেজি, রুহ আফজার একটি বোতল, পেঁয়াজ দুই কেজি, খেজুর ১ কেজি, দুই কেজি তেল ও লবণ দুই কেজি। এ কাজে সহযোগিতা করছেন তার আমেরিকা প্রবাসী ভাই, কানাডা প্রবাসী ছেলে ও ব্যবসায়ী স্বামী। তারা প্রতিনিয়ত অনুপ্রেরণাও দিচ্ছেন।
গত বছর করোনাকালীন সময়ে ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। ব্যক্তিগত প্রচার বা কোনো চাওয়া-পাওয়া থেকে নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শিরিন। মানবতার কল্যাণে এ কাজ অব্যাহত থাকবে বলে জানান আইনজীবী ফারহাত জাহান শিরিন।
এমএইচডি/এইচকে