ব্র্যাক ব্যাংকের পরিচালক হলেন ব্যারিস্টার আনিতা গাজী

ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বাধীন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনিতা গাজী রহমান।
রোববার (১১ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচালক নিযুক্ত করার বিষয়টি জানানো হয়।
আইনজীবী আনিতা গাজী রহমান কোম্পানি আইন, সাধারণ কর্পোরেট আইন এবং বিরোধ নিষ্পত্তি আইন বিশেষজ্ঞ। তিনি তার কর্ম জীবনে বেশ কয়েকটি অলাভজনক এবং পেশাদার সমিতির বোর্ডে কাজ করার মাধ্যমে আইনি ও কর্পোরেট সেক্টরে সক্রিয়ভাবে অবদান রেখেছেন। তিনি বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইনকিউবেটর এবং এক্সিলারেটর প্রোগ্রামে একজন পরামর্শদাতা হিসেবে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধীনে স্টার্টআপ বাংলাদেশে বিনিয়োগ কমিটিতে কাজ করছেন তিনি।
আনিতা গাজী রহমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একজন স্বাধীন পরিচালক হিসেবে তার দক্ষতার স্বাক্ষর রেখেছেন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক পরিষেবা কোম্পানি বিকাশ লিমিটেডের বোর্ডের পদে রয়েছেন। তিনি সুনামধন্য আইনি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান দ্য লিগ্যাল সার্কেলের প্রতিষ্ঠাতা ও ওয়েব-ভিত্তিক আইনি সংস্থান প্ল্যাটফর্ম থিংক লিগ্যাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি সাজেদা ফাউন্ডেশন এবং জাগো ফাউন্ডেশনের সঙ্গে থেকে সামাজিক কাজ করে আসছেন।
এমএইচডি/এমএ