সাভারের ২৫ বিঘা জমি সরকারের বন বিভাগের : হাইকোর্ট

ঢাকার জেলার সাভারের কমলাপুর মৌজার ২৫ বিঘা জমি সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি ফাতেমা নজীবের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রুপা। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রুপা ঢাকা পোস্টকে বলেন, ব্রিটিশ সরকারের আমলে ওই অঞ্চলের বাসিন্দা নগর গায়ন ও আতালী গায়ন গং কমলাপুর মৌজার ২৫ বিঘা জমি প্রজা হিসেবে ভোগ দখল করে আসছিলেন। ১৯৩৬ সালের ১৫ এপ্রিল তারা খাজনা প্রদানে ব্যর্থ হলে এই জমি নিলামের জন্য নোটিশ জারি করা হয়। নিলামে জমি কিনে নেন পঁচা লাফোর্ড রোজারিও। এ জমির ভোগ দখল নিয়ে ২০১০ সালে ঢাকার সহকারী জজ আদালতে মামলা করেন পঁচা লাফোর্ড রোজারিও। সহকারী জজ আদালত তাদের পক্ষে বণ্টনের ডিগ্রি প্রদান করেন। এই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আবেদন করে বন বিভাগ। আবেদনের শুনানি নিয়ে জেলা জজ আদালত ২৫ বিঘা জমি সরকারের বলে আদেশ দেন।
জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পঁচা লাফোর্ড রোজারিও। আজ শুনানি শেষে হাইকোর্ট রায় দেন।
রায়ে হাইকোর্ট বলেছেন, এই ২৫ বিঘা জমি সরকারের বন বিভাগের। পঁচা লাফোর্ড রোজারিও নিজেদের জমি বলে দাবি করলেও তারা জমির স্বপক্ষে মৌলিক কোন কাগজ, দলিল দেখাতে পারেননি।
আজকের রায়ের মাধ্যমে এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের সমাপ্তি হলো বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রুপা।
এমএইচডি/এসকেডি