নতুন প্রতারণার মামলায় তিন দিনের রিমান্ডে ব্যবসায়ী জুয়েল

রাজধানীর মতিঝিলের ব্যবসায়ী মাহবুব হাসান জুয়েলকে একটি চেক প্রতারণার মামলায় ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ মার্চ) ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ (সিএমএম কোর্ট-৩) এর বিচারক মাহবুবুর রহমান তার রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। আদালতের মতিঝিল থানার নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, আসামি মাহবুব হাসান জুয়েল অন্য এক প্রতারণার মামলায় ইতোমধ্যে জেল হাজতে আছেন। আজ ৫১ লক্ষ টাকার একটি চেক জালিয়াতির মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই আসামি আরও অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগী কয়েকজন ঢাকা পোস্টকে জানিয়েছেন। আরও অনেকে তার বিরুদ্ধে মামলা করতে চান বলে জানান তারা।
আজ আদালতে এসেছিলেন একটি মামলার বাদী সারোয়ার হোসেন। তিনি জানান, ব্যবসায়ী জুয়েলের কাছে তিনি নির্মাণ সামগ্রী সরবরাহ বাবদ ৫১ লক্ষ টাকা পান। জুয়েল তাকে এর বিপরীতে ১ বছরেরও বেশি সময় আগে একটি চেক দেন। কিন্তু এখন পর্যন্ত ওই চেকের টাকা তোলা যায়নি। কারণ তার একাউন্টে টাকা নেই। তিনি ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে প্রতারণা করেছেন। এক বছর ধরে তিনি পালিয়ে ছিলেন। অনেক চেষ্টার পর সম্প্রতি সিআইডি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি আরেক পাওনাদার শফিকুল ইসলামের করা মতিঝিল থানার আরেকটি চেক প্রতারণার মামলায় জুয়েলকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
ভুক্তভোগীদের অভিযোগ, জুয়েল ব্যবসায়ে বিনিয়োগের কথা বলে নিজের পরিচিত লোকদেরই কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। টাকা চাইতে গেলে তিনি সবাইকে চেক দেন। এরপর একসময় আত্মগোপন করেন। এক বছর আত্মগোপনে থাকার পর গত ১৩ ফেব্রুয়ারি পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে।
এনআর/এমজে