অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতার আপিল কার্যতালিকা থেকে বাদ

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস চেয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ওরফে সুরুজের আপিল কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২০ মার্চ) বিচারপতি সৈয়দ জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সুরুজের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাজার বিরুদ্ধে সাইফুল ইসলাম তালুকদার ওরফে সুরুজের আপিল আজ রায় ঘোষণার জন্য ছিল। রায় ঘোষণার এক পর্যায়ে আসামির আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আপিল মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানান। পরে আদালত আপিলের রায় ঘোষণা না করে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন।
২০১৭ সালের ২৯ নভেম্বর অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম তালুকদার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। টাঙ্গাইলের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই বছরের ১৫ নভেম্বর এ আদালতেই অস্ত্র মামলায় সাইফুলের কারাদণ্ড হয়েছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ৮ এপ্রিল টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের একটি দল সাইফুলের গোপালপুর উপজেলা সদরের নন্দনপুর এলাকার বাসভবনে অভিযান চালায়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। পরের দিন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু বাদী হয়ে গোপালপুর থানায় সাইফুলের বিরুদ্ধে মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এমএইচডি/এসএম