আদালতে তোলা হচ্ছে এমপি আনার হত্যায় অভিযুক্তদের

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ জনকে আদালতে তোলা হচ্ছে।
শুক্রবার (২৪ মে) বেলা ৩টা ২৮ মিনিটে সিএমএম কোর্টের হাজতখানা থেকে ৩ আসামিকে আদালতের এজলাসে তোলা হচ্ছে।
গ্রেপ্তাররা হলেন, আমানুল্লাহ ওরফের শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভুইয়া।
আদালতে তোলার সময় দেখা যায়, তিন আসামির একজন শিলাস্তি রহমান দুই নারী পুলিশের কাঁধে মুখ লুকিয়ে হাঁটতে হাঁটতে আদালতে যান। এসময় তিনি মুখে মাস্ক পরে ছিলেন।
এর আগে, দুপুর আড়াইটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
গত বুধবার (২২ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
এমএসি/এমএইচএন/এনআর/পিএইচ