সংসদ ভবনে তলোয়ার হাতে হামলার ২ ‘পরিকল্পনাকারী’ রিমান্ডে

জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও তলোয়ার হাতে জঙ্গি হামলার ‘পরিকল্পনা’ করার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য আল আমিন ও ‘উগ্রবাদী’ বক্তা আলী হাসান ওসামার পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন শেরে বাংলা নগর থানার মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে বুধবার (৫ মে) শেরেবাংলা নগর থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আল আমিনকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। বৃহস্পতিবার (৬ মে) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, কালো পতাকা এবং তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত আনসার আল ইসলামের এক সদস্যকে গতকাল (বুধবার) শেরে বাংলা নগর থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। এছাড়া এই হামলার পরিকল্পনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি জেলা থেকে বুধবার গ্রেফতার করা হয়।
টিএইচ/আরএইচ