অধস্তন আদালত মঙ্গলবার থেকে, সুপ্রিম কোর্ট বুধবার থেকে চলবে
সারা দেশের অধস্তন আদালতে মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বিচারকাজ চলবে। আগামী বুধবার (৭ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ চলবে।
সোমবার (৫ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন এ তথ্য জানিয়েছেন।
এর আগে রাতে এক বার্তায় মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরও পড়ুন
আইএসপিআর জানায়, আজ (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
এমএইচডি/এসএসএইচ