সাংবাদিক রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২১, ০৩:২৮ পিএম


সাংবাদিক রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোজিনা ইসলাম বিভিন্ন রোগে ভোগছেন। আমরা তার চিকিৎসার জন্য আবেদন করেছি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে একই আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২০ মে রোজিনা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।  

এদিন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আরিফুর রহমান সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক রিমান্ড নামঞ্জুর করে সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়। 

টিএইচ/এসকেডি

টাইমলাইন

Link copied