ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা : তিনজন রিমান্ডে

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর সাহিনুদ্দীন হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন মো. সুমন বেপারী, মো. রকি তালুকদার ও মুরাদ।
বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন তিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর মধ্যে দুই দিনের রিমান্ডে থাকা আসামি মুরাদও ছিলেন। সুমন ও রকির ১০ দিন এবং মুরাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সুমন ও রকির পাঁচ দিন এবং মুরাদের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী ও রায়েরবাগ এলাকা থেকে মো. সুমন বেপারী (৩৩) ও মো. রকি তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।
গত ১৬ মে রাজধানীর পল্লবীতে নিজ সন্তানের সামনে সাহিনুদ্দীনকে সন্ত্রাসীরা চাপাতি, রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় ১৭ মে নিহতের মা মোসা. আকলিমা রাজধানীর পল্লবী থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
টিএইচ/আরএইচ