জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ স্মরণে বক্তৃতা, শ্রোতা প্রধান বিচারপতি

বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে এ বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশন স্কুলের ডিন এবং নৃবিজ্ঞানের অধ্যাপক ড. সামিয়া হক একক বক্তৃতা প্রদান করেন।
ড. সামিয়া হকের একক বক্তৃতা প্রদানের সময় দর্শক সারিতে বসে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পুরো সময় মনোযোগী শ্রোতা হিসেবে সেই বক্তব্য শোনেন।
একক বক্তৃতার বিষয় ছিল ‘বাংলাদেশে পরিচয়, রাজনীতি এবং অন্তর্ভুক্তি : ইতিহাস ও বর্তমান সময়ের প্রতিফলন।’
আরও পড়ুন
ড. সামিয়া হক তার বক্তব্যে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পরিচয় এবং অন্তর্ভুক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং নারী অধিকার আন্দোলনের আলোকে পরিচয়ের রাজনীতির প্রভাব এবং অন্তর্ভুক্তির ধারণা বিশ্লেষণ করেন।
একক বক্তৃতার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ অন্য অতিথিরা আলোচনায় অংশ নেন। আলোচনায় বক্তারা জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের জীবন ও কর্মকে বর্তমান সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
প্রয়াত জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের স্মরণে এ বক্তৃতার আয়োজন করা হয়। তিনি প্রধান বিচারপতির মাতা। ভাষা আন্দোলন এবং ইতিহাস গবেষণায় অসামান্য অবদানের জন্য সুপরিচিত ড. সুফিয়া আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক।
উল্লেখ্য, জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের স্মৃতি রক্ষার্থে তার ছেলে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং মেয়ে ডা. তাসনীম রায়না ফাতেহ্ যৌথভাবে ২০২০ সালের ২০ নভেম্বর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘ন্যাশনাল প্রফেসর ড. সুফিয়া আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
আজকের একক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজা খানম এবং সঞ্চালনা করেন সোসাইটির সম্পাদক অধ্যাপক মো. আবদুর রহিম। অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইটির সদস্যরা, বিচারক, আইনজীবী, শিক্ষক, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এমএইচডি/এসএসএইচ