রেশমাকে গাড়িচাপায় হত্যা: অভিযোগ গঠন শুনানি ১ ফেব্রুয়ারি

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে শেরেবাংলা নগর থানার দায়ের করা মামলায় মাইক্রোবাস চালক এস এম দারুস সালামের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (৪ জানুয়ারি) মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।কিন্তু আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর সময়ের আবেদন করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রতত বিশ্বাস সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
এর আগে গত ৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘ভিডিওচিত্র পর্যালোচনা করে দেখি ঘটনার সময়ে কালো/ধূসর রংয়ের দুটি মাইক্রোবাস গণভবনের ক্রসিংয়ের দিকে প্রবেশ করে। এসময় পর্বতারোহী রেশমা নাহার রত্মা বাইসাইকেলে করে রাস্তার বাম থেকে ডান দিকে যাওয়ার জন্য ইউটার্ন নেয়। তখন রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে দুটি গাড়ি যাচ্ছিল। একপর্যায়ে রত্নার পেছন থাকা একটি মাইক্রোবাস ব্রেক করে বাম দিক দিয়ে চলে যায়। তবে এই গাড়ির পেছনে থাকা অপর আরেকটি গাড়ি ওই গাড়ির ডান দিক দিয়ে যাওয়ার সময় রত্নার বাইসাইকেলে ধাক্কা দেয়।’
গত ৭ আগস্ট সকাল ৯টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে রেশমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টিএইচ/জেডএস