আদালতে বিক্ষোভ স্বাধীন বিচার বিভাগের হুমকি

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের চারজন বিচারকের অপসারণ দাবি করে আদালত চত্বরে বিক্ষোভ ও বিচারকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকি স্বরূপ বলে জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে অধস্তন আদালতের বিচারকদের এই সংগঠন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের সংস্কার যখন চলমান, ঠিক সেই মুহূর্তে আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করেছি, যা একটি স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতঃপূর্বে মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, বরগুনা, কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় আদালতের আইনানুগ আদেশকে কেন্দ্র করে বেআইনিভাবে সভা-সমাবেশ, মিছিল ও আদালত ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে। এতে বিচার বিভাগের মর্যাদা যেমন ক্ষুণ্ন হচ্ছে, তেমনি আদালতে বিচারকাজ পরিচালনার পরিবেশ মারাত্মক বিঘ্নিত হচ্ছে।
সংগঠনটির ভাষ্য, কোনো বিচারক বেআইনি কাজ করে থাকলে বিধিসম্মতভাবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তা না করে আদালত চত্বরে হট্টগোল, বেআইনি সমাবেশ, বিচারকদের অবরুদ্ধ করা, আদালতের কর্মচারীদের মারধর ও আদালত ভবন ভাঙচুর করে বিচারকদের দমিয়ে রাখার চেষ্টা রাষ্ট্র ও বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা।
এ অবস্থায় দেশের সব আদালত চত্বর ও বিচারকদের নিরাপত্তায় সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ ও অধীনে পৃথক কোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন।
এমএসএ
