‘ল’ থিমের ডিজাইন নিয়ে পোশাক প্রদর্শনীতে পাঁচ নারী বিচারপতি

‘ল’ থিমে করা ব্যতিক্রমধর্মী এক পোশাক প্রদর্শনী দেখতে এসেছিলেন সুপ্রিম কোর্টের পাঁচ নারী বিচারপতি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে দু-দিন প্রদর্শনীর শেষ দিনে তারা পোশাক প্রদর্শনী দেখতে আসেন।
পাঁচ নারী বিচারপতি হলেন- বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মুবিনা আসাফ ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকা।
আরও পড়ুন
এ ধরনের ব্যতিক্রমী পোশাক প্রদর্শনী আয়োজনে আইনজীবী ও নারী উদ্যোক্তা মাসুমা মিথিলাকে ধন্যবাদ জানান বিচারপতিরা।
এ সময় জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব বলেন, আইনের কঠিন বিষয়গুলো সহজ ভাষায়, সুন্দরভাবে পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে মানুষ আইন, আদালতের বিষয়গুলো মানুষ জানতে পারবে।
এদিন বিকেলে ল থিমে ডিজাইন করা বিভিন্ন পোশাক নিয়ে আইনজীবীদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।
গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ও নারী উদ্যোক্তা-সংগঠক মাসুমা মিথিলার ল’থিমে করা ব্যতিক্রমধর্মী পোশাক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। দুদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
পোশাক প্রদর্শনীর অনুষ্ঠানে প্রথমবারের মতো ''হ্যাপি ল'ইয়ার্স ডে-২০২৫'' উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এবারের ব্যতিক্রমধর্মী পোষাক প্রদর্শনীতে আনা শাড়ি ও টি শার্ট,পাঞ্জাবিতে সুপ্রিম কোর্টের আলোচিত কিছু রায় ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া নারী ও পুরুষদের বিভিন্ন পোষাকে ন্যায়বিচারের নানা প্রতীক শোভা ফুটিয়ে তোলা হয়েছে।
আইনজীবী মাসুমা মিথিলা বলেন, গত ১৯ বছর ধরে আইন পেশায় যুক্ত আছি। সেইসঙ্গে একজন নারী উদ্যোক্তা-সংগঠক হিসেবে কাজ করছি। এছাড়া স্বকীয় ডিজাইনে তৈরি পোশাকের সমাহার নিয়ে গড়ে তুলেছি ‘মিতার গল্প।’
এমএইচডি/এমএসএ