নতুন দল গঠন নিয়ে সুপ্রিম কোর্টে নাগরিক কমিটির ক্যাম্পেইন

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক ক্যাম্পেইনে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরুণ চত্বরে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জনগণের কাছ থেকে মতামত নেওয়ার অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটির “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন— জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইংয়ের সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট সাকিল আহমদ। এ ছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুর রহমান রাকিব।
জানতে চাইলে অ্যাডভোকেট জায়েদ বিন নাসের জানান, জুলাই আন্দোলনে আইনজীবীরা অসামান্য ভূমিকা রেখেছেন। দেশ গঠনে আইনজীবীদের মতামত গুরুত্বপূর্ণ। আইনজীবীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। তাদের কেউ কেউ আকুণ্ঠ সমর্থনের কথা বলছেন, সাহস যোগাচ্ছেন। সঙ্কটে, বিপদে পাশে থাকবেন বলছেন। বেশিরভাগ আইনজীবীই দ্বিদলীয় রাজনীতির বাইরে নতুন কিছুর পক্ষে থাকার কথা জানাচ্ছেন। এই অভূতপূর্ব সাড়া আমাদের কাজ করার ক্ষেত্রে সাহস ও শক্তির যোগান দেবে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এলাকাগুলোতে মানুষের মতামত নিচ্ছি। আইনজীবী জুলাই আন্দোলন এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার বলে আমরা বিবেচনা করি। এই লক্ষ্যে আইনজীবী এবং বিচারপ্রার্থীর মতামত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আমরা আজকে বিশেষভাবে সুপ্রিম কোর্টে মতামত নেওয়ার জন্য এসেছি। গণমামুষের দল মানুষের মতামত নিয়েই গঠিত হবে। অতীতে রাজনৈতিক দল গঠন করার আগে কখনও এভাবে মানুষের মতামত নেওয়া হয়নি। এটা ঐতিহাসিক এক ঘটনা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে বেশ অর্থবহ বিষয়।
এমএইচডি/এনএফ