ময়মনসিংহের বানার নদী দূষণকারীদের তালিকা তৈরির নির্দেশ

তদন্ত করে ময়মনসিংহের বানার নদী দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রোববার (২ মার্চ) রুলসহ এ আদেশ দেন।
রুলে দূষণ থেকে ময়মনসিংহ জেলার বানার নদী রক্ষায় বিবাদীদের ব্যর্থতা, সংবিধান, প্রচলিত আইন ও আদালতের রায়ের লঙ্ঘন বিধায় তা কেন বিধিবহির্ভূত, বেআইনি ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে বানার নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা ও নিয়ন্ত্রণ করা (পরিবেশ সংরক্ষণ আইনের ৫ ধারা মতে), সিএস ম্যাপ ও মূল প্রবাহ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করে যথাযথ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধ করার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন। রুল জারির পাশাপাশি হাইকোর্ট জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ময়মনসিংহ জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে আইন অনুযায়ী তদন্ত করে নদী দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার ও ময়মনসিংহের ত্রিশালের ডেসডেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে অনতিবিলম্বে কারখানার বর্জ্য নদীতে ফেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
একইসঙ্গে বানার নদীর পাশের সব শিল্প-কারখানাগুলোতে ইটিপিসহ দূষণ নিয়ন্ত্রক যন্ত্রাদি চালু আছে কি না তা ২৪ ঘণ্টা মনিটরিং করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তিন মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রিটের বিবাদীরা হচ্ছেন– পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব; পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব; ভূমি মন্ত্রণালয়ের সচিব; জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার; ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা; ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এবং ময়মনসিংহের ত্রিশালের ডেসডেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী রুমানা শারমিন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে বেলা জানায়, জামালপুর জেলার সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়ে ৯৬ কিলোমিটার দীর্ঘ ‘বানার আপার’ নদী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরবাড়ি ইউনিয়নে খিরো (ত্রিশাল) নদীতে পতিত হয়েছে। ৪৫ কিলোমিটার দীর্ঘ ‘বানার লোয়ার’ নদী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত টেংগাবা ইউনিয়নে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে শীতলক্ষ্যা নদীতে পতিত হয়েছে। দেশের ৫৬টি দূষিত নদীর মধ্যে বানার লোয়ার নদী অন্যতম।
এমএইচডি/এসএসএইচ