সুপ্রিম কোর্টে সিউলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের (সিউলা) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। সিউলার ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনের আইনজীবী ক্যান্টিনে সিউলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সাউথইস্ট ইউনিভার্সিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নিয়াজ মোহাম্মদ মাহাবুব, সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহ-সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল, সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরান সজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন, বিডিআর স্পেশাল প্রসিকিউটর রেজাউল করিম, অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রেজভী, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর গাজী তানজিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচডি/এমজে