মুসা ম্যানশনের মালিকসহ দুই জনের জামিন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ভবনটির মালিক মোস্তাক আহমেদ চিশতিসহ দুইজনের জামিন দিয়েছেন আদালত। জামিন পাওয়া অপর আসামি হলেন তারিকুজ্জামান।
মঙ্গলবার (৭ জুন) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তিন হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৫ জুন একই মামলার আসামি বাপ্পি, আশরাফ হোসেন গাফফার, সাইদুল ইসলামের জামিন দেন একই আদালত। এর আগে ৪ মে মোস্তফা ও ১২ মে আসামি মোস্তাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত।
গত ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকসহ ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এছাড়াও মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১০/১৫ জনকে আসামি করা হয়।
২২ এপ্রিল দিনগত রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। ১৯টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
টিএইচ/এমএইচএস