ইউএনডিপির রুল অব ল সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান বিচারপতি

ইউএনডিপির বার্ষিক রুল অব ল সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি অনলাইনে যুক্ত হয়ে তার বক্তব্য রাখবেন।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
ইউএনডিপির ভেরিফায়েড ফেসবুক পেজেও সম্মেলনে প্রধান বিচারপতির অংশ নেওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়, ১০ থেকে ১২ জুন ইউএনডিপির ২০২৫ সালের বার্ষিক রুল অব ল সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ জুন সম্মেলনের উদ্ধোধনী অধিবেশনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ন্যায়বিচার ও আইনের শাসন বিষয়ে এই বৈশ্বিক আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের কর্মকর্তারা অংশ নিবেন।
এমএইচডি/এসআইআর