কুমিল্লার বিএমবি ব্রিকসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লা জেলার আদর্শ সদর থানার কোতয়ালীতে অবস্থিত মেসার্স বিএমবি ব্রিকসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।
আরও পড়ুন
আইনজীবী বলেন, পরিবেশ ধ্বংসকারী মেসার্স বিএমবি ব্রিকসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
গত মার্চ মাসে রিটটি দায়ের করা হয়। রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া জানান, এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন সময় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এমএইচডি/এমজে