যেকোনো প্রতিষ্ঠানকে চিটাগং ফ্র্যাঞ্চাইজির মালিকানা দিতে পারবে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজি এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডকে মালিকানা দিতে হবে– হাইকোর্টের দেওয়া এমন আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ সাপেক্ষে বিসিবি যেকোনো যোগ্য প্রতিষ্ঠানকে চিটাগং ফ্র্যাঞ্চাইজির মালিকানা দিতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
বিসিবির করা লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার (৩ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিসিবির পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার মাহিন এম রহমান ও ব্যারিস্টার আশিকুর রহমান। অন্যদিকে এসকিউ স্পোর্টসের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাঁচ বছরের জন্য চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি প্রদানের জন্য সম্প্রতি দরখাস্ত আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজি এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের মালিকানা বাতিল করে বিসিবি।
এরপর বিসিবির এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জজ কোর্টে আবেদন করেন এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। জজ কোর্টে এসকিউ স্পোর্টসের আবেদন না মঞ্জুর হলে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করে এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড।
ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৭ অক্টোবর বিচারপতি মো. বদরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ বিসিবির সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। একইসঙ্গে আসন্ন বিপিএলের জন্য চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজি এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রদান না করার নির্দেশনা দেন। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বিসিবি।
বিসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ একদিনের জন্য স্থগিত করেন। একইসঙ্গে বিষয়টির ওপর আপিল বিভাগে শুনানির জন্য আজকের দিন (৩ নভেম্বর) ঠিক করে দেন।
বিসিবির লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ।
এ আদেশের ফলে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ সাপেক্ষে যেকোনো যোগ্য প্রতিষ্ঠানকে বিসিবি চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজি প্রদান করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহিন এম রহমান।
তিনি আরও বলেন, এ আদেশের ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজির মালিকানা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধিকারে থাকার আর কোনো আইনি বাধ্যবাধকতা থাকল না। বিপিএলে দল পেতে হলে যেকোনো প্রতিষ্ঠানকে অবশ্যই বিসিবির নির্ধারিত নিয়ম মেনে আসতে হবে।
এমএইচডি/এসএসএইচ