কারওয়ান বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্লট বরাদ্দের নির্দেশ

রাজধানীর কারওয়ান বাজারের রাজউকের প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম আজাদকে প্লট বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি কাজী এবাদত হোসেন এবং বিচারপতি মো. নুরুল ইসলামের হাইকোর্ট এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. নাদির খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী খন্দকার।
পরে অ্যাডভোকেট মো. নাদির খান বলেন, রিট পিটিশনার আবুল কালাম আজাদ ১৯৬৮ সাল থেকে কারওয়ান বাজারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ (তৎকালীন ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট-ডিআইটি) কারওয়ান বাজারে একটি বহুতল মার্কেট নির্মাণের প্রকল্প হাতে নেয়। রিট পিটিশনারকে ক্ষতিগ্রস্ত হিসেবে কর্তৃপক্ষ (সাবেক ডি আই টি) একটি দোকান বরাদ্দ দেন। পরবর্তী সময়ে দোকান বরাদ্দ না পাওয়ায় রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পূর্ত মন্ত্রণালয় থেকে বাড্ডা পূনর্বাসন এলাকায় বিকল্প ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে রাজউকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। রাজউকের চেয়ারম্যান বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, গুলশান শাখার ব্যবস্থাপককে নির্ধারিত পদ্ধতিতে রিটকারী আবেদন গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। রিটকারী সঠিক পদ্ধতিতে আবেদন করা ও নির্ধারিত ফি প্রদান করা সত্ত্বেও রাজউক প্লট বরাদ্দের কোনো ব্যবস্থা করেনি।
রিট পিটিশনার আবুল কালাম আজাদ ২০১৫ সালে হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেন। হাইকোর্ট বিভাগ রুল জারি করেন। সেই রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার হাইকোর্ট রাজউককে কোর্টের আদেশ প্রাপ্তির ৬ মাসের মধ্যে প্লট বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
অ্যাডভোকেট মো. নাদির খান বলেন, এই রায়ের মাধ্যমে পিটিশনার ন্যায় বিচার পেয়েছেন এবং আইন অঙ্গনে এক অনন্য নজির স্থাপিত হয়েছে।
এমএইচডি/এসএম