বিচারক-প্রসিকিউশনকে হুমকি, আরও এক যুবক গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশনকে হুমকির ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা। গ্রেপ্তার যুবকের নাম বাবুল হোসেন। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।
প্রসিকিউশন সূত্র জানায়, অন্য একটি মামলায় গত দুদিন আগে ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। তবে শেখ হাসিনার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারকসহ প্রসিকিউশন টিমকে হুমকিদাতা হিসেবে তার সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধেও তদন্ত চলমান রয়েছে।
ভারতে তথ্যপাচার ও অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে গত ২৪ নভেম্বর যশোর শহরের চুয়াডাঙ্গা বাজার থেকে বাবুলকে আটক করে পুলিশ। ওই সময় তার কাছে ৩১৭টি ভারতীয় সিমকার্ড পাওয়া যায়। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, ১৯ নভেম্বর একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভোলার লালমোহন থেকে গ্রেপ্তার হয়েছিলেন মো. শরীফ। এখন পর্যন্ত দুজন হয়েছেন। আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকামালের মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে করা এটিই প্রথম কোনো মামলার রায় পেলেন আসামিরা।
এমআরআর/এমএসএ