আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।
এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মোক্তাকিন বিল্লাহ ও আশরাফুল ইসলাম হত্যায় করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। আদালত তার উপস্থিতিতে আবেদন দুটি মঞ্জুর করেন।
মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ এর ফায়ার সার্ভিসের সামনে আন্দোলনে অংশ নেন মোক্তাকিন বিল্লাহ। এসময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর মিরপুর থানায় হত্যা মামলা হয়, যেখানে সাবিনাকে ৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
অন্য মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নেন আশরাফুল ইসলাম। সেসময় গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর হত্যা মামলা হয়, যেখানে সাবিনা আক্তারকে ১৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
এ বছরের ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাবার বাড়ি থেকে সাবিনাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে একাধিক মামলায় গ্রেপ্তার ও রিমান্ড শেষে কারাগারে আটক আছেন তিনি।
এনআর/এসএম