দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হচ্ছে

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী। আগামী ১৯ জানুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেআইসি সেলে গুমের মামলায় বিচার শুরুর আদেশের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রসিকিউটর মাহদী বলেন, জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসিতে গুমের মামলায় চার্জ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল আজ। পাঁচটি চার্জ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে এ মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো।
তিনি বলেন, জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারটি আয়নাঘর নামে পরিচিত। এখানে বিভিন্ন সময়ে প্রায় ২৬ জনকে গুম করে রাখা হয়েছিল। তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। এসবের ভিত্তিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে এই চার্জটি গঠন করেন আদালত। আমরা প্রসিকিউশনের পক্ষে ৪০ জনেরও বেশি সাক্ষীর নাম জমা দিয়েছি।
অভিযোগ গঠনের আদেশের পর সাধারণত ২১ দিন সময় দেওয়া হয়। এবার সময়টা একটু বেশি এলো। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ দুই মাস সময়ের জন্য আবেদন করেছিলেন। সার্বিক বিবেচনায় তাদের চার সপ্তাহের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।
এমআরআর/এমএসএ