সামরিক কারখানায় বেসামরিক পণ্যের উৎপাদন বন্ধে আইনি নোটিশ

সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীর অধীন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে বেসামরিক পণ্য উৎপাদন বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এর ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান বরাবর এ আইনি নোটিশ পাঠিয়েছেন।
আইনজীবী মো. মাহমুদুল হাসান বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী করার মহান ব্রত নিয়ে ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি’ (BMTF) প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মূল ম্যান্ডেট বা সংবিধিবদ্ধ দায়িত্ব হলো সামরিক সমরাস্ত্র, সরঞ্জাম ও প্রযুক্তি উদ্ভাবন করা। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, প্রতিষ্ঠানটি তার মৌলিক লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে বর্তমানে চেয়ার, টেবিল, বিছানা, আলমারি, জুতা, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি বাণিজ্যিক পণ্য উৎপাদন ও বিপণনে ব্যস্ত হয়ে পড়েছে। রাষ্ট্রের একটি কৌশলগত সামরিক প্রতিষ্ঠানের এমন বাণিজ্যিকীকরণ একদিকে যেমন জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে আপস করার শামিল, অন্যদিকে এটি দেশের সাধারণ বেসরকারি উদ্যোক্তাদের অস্তিত্বের জন্যও এক বড় হুমকি।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মতো একটি সামরিক প্রতিষ্ঠান যখন তার মেধা, জনবল ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে চেয়ার, টেবিল, বিছানা, আলমারি, জুতা, ডিটারজেন্ট পাউডার, ইত্যাদি তৈরির মতো সাধারণ ব্যবসায় লিপ্ত হয়, তখন তা ১৯৫২ সালের আর্মি অ্যাক্ট এবং দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করে। সমরাস্ত্র গবেষণায় মনোনিবেশ না করে মুনাফাভিত্তিক বাণিজ্যে জড়িয়ে পড়া রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রতি চরম উদাসীনতার পরিচায়ক।
নোটিশে অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে বলা হয়েছে যে, রাষ্ট্রীয় তহবিল, কর সুবিধা এবং লজিস্টিক আনুকূল্য নিয়ে একটি সামরিক প্রতিষ্ঠান যখন সাধারণ বাজারে পণ্য বিক্রি শুরু করে, তখন দেশের ক্ষুদ্র ও মাঝারি বেসরকারি ব্যবসায়ীদের পক্ষে তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। এটি ‘প্রতিযোগিতা আইন, ২০১২’-এর সরাসরি লঙ্ঘন এবং মুক্ত বাজার অর্থনীতির পরিপন্থি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন অন্যায্য বাণিজ্যিক আগ্রাসনের ফলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
এমতাবস্থায়, আইনি নোটিশের মাধ্যমে দাবি জানানো হয়েছে যে, অবিলম্বে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে সব ধরনের অ-সামরিক বাণিজ্যিক বা বেসামরিক পণ্য (যেমন চেয়ার, টেবিল, বিছানা, আলমারি, জুতা, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি) উৎপাদন ও বিপণন বন্ধ করতে হবে এবং প্রতিষ্ঠানটিকে তার মূল ম্যান্ডেট অর্থাৎ সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে পূর্ণ মনোনিবেশ করতে হবে।
নোটিশে বলা হয়েছে, আগামী ৭ (সাত) দিনের মধ্যে এই বিষয়ে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।
এমএইচডি/জেডএস