ভোলার সাবেক এমপি মুকুল ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলের পাঁচটি ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। সেখানে বলা হয়, আলী আজম মুকুল ও জাহানারা ইয়াসমিনের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে অর্জিত বর্ণিত অস্থাবর সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করা আবশ্যক।
আলী আজম মুকুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকার সম্পদ অর্জন ও তার স্ত্রী ইয়াসমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর মামলা করে দুদক।
এনআর/জেডএস