সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী খালাস

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আদনানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১২ ডিসেম্বর) বিচারপতি মো. নুরুল ইসলামের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে আদনানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। তিনি বলেন, আজকের এ রায়ের ফলে আদনান নির্দোষ প্রমাণিত হলো।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ অক্টোবর খিলগাঁও বটতলা বায়তুল ফালাহ জামে মসজিদের পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আদনানের হাতে হিযবুত তাহরীরের লিফলেট থাকায় তাকে পুলিশ আটক করে। খিলগাঁও থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় ২০২৩ সালের ১৬ এপ্রিল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আদনানকে দুই বছরের কারাদণ্ড দেন।
এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। আপিলের শুনানি শেষে হাইকোর্ট আদনানকে খালাস দিয়েছেন। আদনান আগে থেকে জামিনে রয়েছেন।
এমএইচডি/এসএম