চট্টগ্রাম-১৩ আসনে মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন হাইকোর্টে বৈধ ঘোষণা

চট্টগ্রাম-১৩ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. নাদির খান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।
পরে অ্যাডভোকেট নাদির খান বলেন, মুজিবুর রহমান চৌধুরীর গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের সময় তার এক লাখ টাকার একটা লোনের মাসিক কিস্তির কয়েক মাসের বকেয়ার কারণে ঋণ খেলাপি হিসাবে মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। সেটার বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে একই কারণে আপিল খারিজ করে দেন এবং রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ বহাল রাখেন।
পরবর্তী সময়ে শেষ আশ্রয় স্থল হিসেবে মো. মুজিবুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এমএইচডি/এসএম