কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল, আপিলে যাচ্ছে জামায়াত

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছেন হাইকোর্ট।
জামায়াত প্রার্থীর দায়ের করা রিট আবেদন খারিজ করে মঙ্গলবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। তবে আদালতের এ আদেশে সন্তুষ্ট নয় জামায়াত প্রার্থী ইউসুফ সোহেলের আইনজীবীরা। তার আইনজীবী মো. আব্দুল বাতেন বলেন, আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব।
এর আগে ১৯ জানুয়ারি কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)
রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। কায়কোবাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করার সিদ্ধান্ত দেয় ইসি। পরে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়।
এমএইচডি/এমজে