বিদেশ যেতে অনুমতি মেলেনি কাজী হাসান শরীফের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভায়রা কাজী হাসান শরীফের বিদেশ যেতে অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।
দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে হাসান শরীফ বিদেশ যেতে অনুমতি চেয়ে আবেদন করেন। পরে গত ১০ জানুয়ারি আদালত অনুসন্ধানের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেন। এ বিষয়ে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আদালতে প্রতিবেদন জমা দেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, হাসান শরীফের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে হাসান শরীফের স্বনামে ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে, বেনামে দেশে-বিদেশে সম্পদের মালিকানা থাকার সম্ভাবনার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তার এবং তার স্ত্রী ও কন্যাদের নামে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ বিভিন্ন দপ্তরে অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে তার মধ্যে কয়েকটি দপ্তর থেকে অধিযাচনপত্রের জবাব পাওয়া গিয়েছে।
অনুসন্ধানকালে জানা যায়, তার তিন কন্যা যুক্তরাষ্ট্রে অবস্থান করেন ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের ভায়রা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এয়ারপোর্টসহ বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজি, পুলিশ এবং প্রশাসনে বদলি ও পদোন্নতি বাণিজ্য, ভ্যাকসিন বাণিজ্যসহ নানাবিধ অভিযোগ রয়েছে। বিভিন্ন কম্পানির তথ্য ব্যবহার করে তিনি বিদেশে অর্থ পাচার করেছেন মর্মে অভিযোগ রয়েছে। তার নামে মালয়েশিয়ায় সেকেন্ড হোমসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও সিংগাপুরে অঢেল সম্পদ রয়েছে মর্মে অভিযোগ রয়েছে।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বিদেশ গমন রহিত থাকা প্রয়োজন।
এনআর/এমএন