ছাত্র অধিকারের মিছিলে গ্রেফতার কিশোর আসামির জামিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে রাজধানীর শাপলা চত্বরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মিছিলের সময় গ্রেফতার কিশোর আসামি আশিক নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩০ জুন) বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ূম।
গত ২ মে ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৬ তার জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। ট্রাইব্যুনালের সেই আদেশের বিরুদ্ধে আশিক নূরের পক্ষে হাইকোর্টে আপিলসহ জামিন আবেদন করা হয়। মঙ্গলবার সেই আপিল গ্রহণ করে আদালত তাকে জামিন দেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে গত ২৫ মার্চ বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তারা। এরপর ছাত্র অধিকার ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ ৫১ জনকে আসামি করা হয়। সেসময় ঘটনাস্থল থেকে আশিক নূরসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়।
এমএইচডি/এসএম