কারাগারের অগ্নিনির্বাপণের ব্যবস্থা জানানোর নির্দেশ

দেশের কারাগারগুলোতে অগ্নিনির্বাপণের জন্য কি কি ব্যবস্থা আছে তা ৩০ দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজনকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
একইসঙ্গে কারাগারগুলোতে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা গ্রহণ না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১১ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহফুজুর রহমান ও মো. মাকসুদ উল্লাহ।
গত ৯ সেপ্টেম্বর জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এ রিট দায়ের করেন।
এমএইচডি/জেডএস