আসামির জামিন দেননি হাইকোর্ট

প্রায় ২০ কোটি টাকা মূল্যমানের ম্যাগনেটিক পিলারসহ গ্রেফতার বরগুনার পাথরঘাটার বড়ইতলা এলাকার আবুল কালাম বয়াতির জামিন দেননি হাইকোর্ট।
বুধবার (৪ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আকরামুল বাকী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।
শুনানিতে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে বলা হয়, এসব পিলার ব্রিটিশ আমলে মাটির গভীরে পোঁতা হয়। এসব ম্যাগনেটিক পিলার বজ্রপাত নিরোধক। এসব পিলার অত্যন্ত মূল্যবান। চোরাকারবারিরা এগুলো উত্তোলন করে পাচার করছে। ফলে দেশে বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে গেছে।
আদালত বলেন, এসব আসামিদের তাড়াতাড়ি জামিন দেওয়া হলে তারা আবারও অপরাধ সংঘটনে প্রশ্রয় পেয়ে যাবে।
গত ২৫ মে পাথরঘাটা পৌরসভা এলাকার বড়ইতলা এলাকার আবুল কালাম বয়াতিকে পিলারসহ গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই তার বিরুদ্ধে মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামির কাছ থেকে জব্দ করা পিলারের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। এ অবস্থায় নিজেকে একজন কৃষক দাবি করে হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি।
এমএইচডি/এসকেডি