১৬ আগস্ট থেকে হাইকোর্টের সব বেঞ্চ চলবে

বিধিনিষেধ শিথিল হলে ১৬ আগস্ট (সোমবার) থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ও আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।
এছাড়া বিধি নিষেধ চলাকালীন আগামী ৮ আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে হাইকোর্টের ৮ থেকে ১০টি ডিভিশন বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। এ সময়ে আপিল বিভাগেও বিচারকাজ পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকের একাধিক সূত্র সিদ্ধান্তের বিষয়গুলো ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ফুলকোর্ট সভায় আগাম জামিনের বেঞ্চ খোলা নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে অধিকাংশ বিচারপতি করোনা সংক্রমণের এ সময়ে আগাম জামিনের বেঞ্চ চালুর বিপক্ষে মত দেন। আগস্ট মাসের পর করোনা পরিস্থিতি দেখে আগাম জামিনের বেঞ্চ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে সূত্র জানায়।
এছাড়া বিধিনিষেধ শিথিল সাপেক্ষে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। তবে কঠোর বিধি নিষেধ চলাকালীন সীমিত পরিসরে নিম্ন আদালতে বিচারকাজ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রায় সব বিচারপতি করোনা সংক্রমণ একেবারে না কমা পর্যন্ত ভার্চুয়ালি আদালত পরিচালনার পক্ষে মত দেন।
বৈঠকে জানানো হয়, সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা কর্মচারী ইতোমধ্যেই করোনার টিকা প্রথম ডোজ নিয়েছেন। বিকেল ৫ থেকে প্রায় সন্ধ্যা ৭ পর্যন্ত অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি অংশগ্রহণ করেন।
এমএইচডি/এসএম