স্বামীসহ গৃহকর্মী রেখাকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

মালিবাগে গৃহকর্ত্রী বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গৃহকর্মী রেখা ও তার স্বামী এরশাদকে ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। রিমান্ড বিষয়ে দুপুর ৩ টার পর বিচারক মো. মাসুদুর রহমানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি রেখা ও তার স্বামী এরশাদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
উল্লেখ্য, এক বছর আগে মালিবাগে বিলকিস বেগমের মেঝ মেয়ে মেহবুবা জাহান বুলবুলির বাসায় কাজ নেন রেখা। গত ৭ জানুয়ারি কাজ ছেড়ে অন্যত্র চলে যান তিনি। ১৬ জানুয়ারি সার্বক্ষণিক থাকার কথা বলে ওই বাসায় আবার ফিরে আসেন। এর দুদিন পর বাসায় কেউ না থাকার সুযোগে গৃহকর্ত্রী বিলকিস বেগমকে নির্মম নির্যাতন করে নগদ টাকা, স্বর্ণসহ টিভি ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় রেখা। পরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে রেখাকে গ্রেপ্তার করে পুলিশ।
টিএইচ/এসআরএস