ডাকাতিসহ হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজন ফের রিমান্ডে

রাজধানীর বিমানবন্দর এলাকায় ডাকাতিসহ হত্যার ঘটনায় গ্রেপ্তার সজল ও সজিবের বিরুদ্ধে ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
মামলায় রিমান্ডে থাকা অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মামুন-উর রশিদ। তারা হলেন- মুসা ও বাচ্চু। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এদিন সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সজল ও সজিবকে তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। মুসা ও বাচ্চুকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গত ২০ জানুয়ারি ওই চারজনের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পু্লিশ জানায়, গত ২৮ ডিসেম্বর সকালে আপন মিয়া ও তার সঙ্গী নজরুল ইসলাম দক্ষিণখানের বাসা থেকে বেরিয়ে বিমানবন্দর থানার কাওলায় গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন। কারওয়ানবাজারগামী একটি পিকআপভ্যান এসে দাঁড়ালে তারা সেটায় উঠে পড়েন। গাড়িতে উঠামাত্র যাত্রীবেশে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তাদের ধাক্কা মেরে পিকআপভ্যান থেকে ফেলে দেয়। ঘণ্টাখানেক পর আপন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
টিএইচ/এমএআর/