রমনায় বোমা হামলা মামলা কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

বহুল আলোচিত রমনায় বোমা হামলার মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৪টায় বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ঢাকা পোস্টকে বলেন, বেঞ্চের একজন বিচারপতি পরিবর্তন হওয়ায় আদালত এই মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
এর আগেও হাইকোর্টের দুটি বেঞ্চ এই মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। নিয়মানুযায়ী এখন নতুন বেঞ্চ নির্ধারণের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের বিচারিক আদালতের রায় ঘোষণার পরে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। এ মামলায় বিচারিক আদালত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আটজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
এমএইচডি/ওএফ