দেয়াল ধসে শিশুর মৃত্যু : পিডব্লিউডিকে বিবাদী করতে বললেন হাইকোর্ট

রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের রিটে গণপূর্ত অধিদফতরকে (পিডব্লিউডি) বিবাদী করতে বলেছেন হাইকোর্ট।
সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত সপ্তাহে দেয়াল চাপা পড়ে শিশু জিহাদের নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শিশুটির বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন এ রিট দায়ের করেন।
গত ৯ নভেম্বর সকালে রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়।
জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।
নাদির হোসেন বলেন, আমার ছেলে আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতো আজও আমি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলাম। আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। আমিও আঘাত পাই। জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএইচডি/এসএসএইচ