ডেসটিনি ২০০০ লিমিটেডের পক্ষে হাইকোর্টের রুল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০২১, ০৬:৪০ পিএম


ডেসটিনি ২০০০ লিমিটেডের পক্ষে হাইকোর্টের রুল

ডেসটিনি ২০০০ লিমিটেড (D2K) কোম্পানির বার্ষিক রিটার্ন, সাধারণ ও বিশেষ সভার সিদ্ধান্তসহ অন্যান্য প্রতিবেদন গ্রহণে যৌথ মূলধনী কোম্পানির রেজিস্ট্রারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এম. মাইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, ডেসটিনির পক্ষ থেকে কোম্পানির বার্ষিক রিটার্ন, সাধারণ ও বিশেষ সভার সিদ্ধান্তসহ অন্যান্য প্রতিবেদন দাখিল করা সত্ত্বেও যৌথ মূলধনী কোম্পানির রেজিস্ট্রার তা গ্রহণ করেনি। তাই  রেজিস্ট্রারের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

এমএইচডি/ওএফ

Link copied