ঢাবি ছাত্রী এলমা হত্যা : তৃতীয় দফায় রিমান্ডে স্বামী ইফতেখার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা হত্যা মামলায় তার স্বামী ইফতেখার আবেদীনকে তৃতীয় দফায় ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ আলমগীর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
জিআরও বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে ফের তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সালাউদ্দিন মোল্লা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
জিআরও আরও বলেন, এর আগে গত ১৫ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর এ আসামিকে রিমান্ড দিয়েছিলেন আদালত।
গত ১৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় অস্বাভাবিক মৃত্যু হয় ঢাবি শিক্ষার্থী এলমার। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যা দাবি করলেও এলমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরীর বাদী হয়ে করা মামলায় এলমার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়। এরপর এলমার স্বামী ইফতেখার আবেদীনকে গ্রেফতার করে ও রিমান্ড নেয় পুলিশ।
এসএম/এসএম
