চম্পাকে ধর্ষণের পর হত্যা: ৪ আসামির ফাঁসি হাইকোর্টে বহাল

ফরিদপুরে নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা চম্পাকে ধর্ষণের পর হত্যা মামলায় চার আসামির ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
ফাঁসি বহাল থাকা আসামিরা হলেন- শামীম মণ্ডল (২৪), বাবুল হোসেন ওরফে রাজিব হোসেন ওরফে বাবু হোসেন মাতুব্বর (২২), জাহিদুল হাসান ওরফে জাহিদ সর্দার (২৪) ও আকাশ মণ্ডল (২৪)।
আসামিদের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স গ্রহণ করে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রোববার (৩২ জানুয়ারি) রাতে রায়ের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
২০১৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরে নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা চম্পাকে ধর্ষণের পর হত্যার দায়ে চারজনের ফাঁসির রায় দেন আদালত। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
এছাড়া রায়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়া প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা; অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মৌসুমী নামের এক আসামিকে খালাস দেওয়া হয়।
চম্পা ফরিদপুর সদর উপজেলার কাশিমাবাদ গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং পুরদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ২০১২ সালের ১৩ ডিসেম্বর রাতে নিজ বাড়ির পাশে সোহরাব শেখের মেহগনি বাগান থেকে চম্পার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, আসামি শামীম ‘প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে’ চম্পাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। ২০১২ সালের ১৩ ডিসেম্বর চম্পার চাচাতো বোন পপির গায়ে হলুদের অনুষ্ঠানের সময় আসামিরা শামীমের ভাগ্নে বাবু ও পারভীনের মাধ্যমে চম্পাকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ডেকে নেয়। রাত ৯টার পরেও চম্পা গায়ে হলুদ অনুষ্ঠানে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। ওই বাগানে পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহ। সে সময় ২/৩টি মোটরসাইকেলে শামীমসহ অন্যদের ঘোরাফেরা করতে দেখা যায়। এ ঘটনার পরে ১৫ ডিসেম্বর চম্পার ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করেন।
২০১৩ সালের ২০ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। আলোচিত এ মামলাটি ২০১৪ সালের ২৬ নভেম্বর ফরিদপুর থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
এমএইচডি/জেডএস