৫ জনকে সহকারী জজ পদে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২২, ০৩:০০ পিএম


৫ জনকে সহকারী জজ পদে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

১০ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই পাঁচজন হলেন- আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান।

বুধবার (৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ঢাকা পোস্টকে বলেন, ১০ম বিজেএস-এর নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করলে রিটকারীরা আবেদন করেন এবং যথারীতি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তাদের নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু তাদের নিয়োগ দেওয়া হয়নি। পরে ২০১৯ সালে আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। 

এমএইচডি/এইচকে 

Link copied