করোনামুক্ত হলেন প্রধান বিচারপতি
২৬ জানুয়ারি ২০২২, ০১:১৮ পিএম

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী করোনামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে বাসায় ফিরেছেন।
বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুর রহমান বলেন, মঙ্গলবার করোনা টেস্টে রেজাল্ট নেগেটিভ হওয়ার প্রধান বিচারপতি ও তার স্ত্রী বাসায় ফিরেছেন এবং সুস্থ আছেন।
করোনা আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাতে বিএসএমএমইউ-তে ভর্তি হন প্রধান বিচারপতি। এর আগের দিন ১৮ জানুয়ারি একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।
এদিকে গত ২৩ জানুয়ারি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনামুক্ত হয়েছেন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বেঞ্চ ভার্চুয়ালি পরিচালিত হয়ে আসছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে আপিল বিভাগে বিচারকাজ পরিচালিত হচ্ছে।
এমএইচডি/জেডএস