এক ছাদের নিচে আড়ং এর সব
নিজ বা পরিবারের সদস্যদের জন্য কিছু কিনবেন বা কাউকে ইউনিক ও স্টাইলিস্ট কিছু উপহার দেবেন, এমনটি ভাবতেই যে নামটি সবার আগে আমাদের মনে আসে সেটি হচ্ছে ‘আড়ং’। বৃহত্তম লাইফস্টাইল রিটেইল চেইন হিসেবে এক নামে দেশজুড়ে পরিচিত ব্রাকের এই প্রতিষ্ঠান। গ্রাহকদের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিষ্ঠানটি ইউনিক ও স্টাইলিস্ট পণ্য তৈরি করে আনিয়ে থাকে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানটির আউটলেট থাকলেও ঢাকায় এই প্রথম সব পণ্য এক ছাদের নিচে এনে তৈরি করেছে মাল্টি-ব্র্যান্ড আউটলেট।

নতুন এই মাল্টি-ব্র্যান্ড আউটলেটের অবস্থান তেজগাঁও-গুলশান লিংকরোডে, আগের আউটলেটটি থেকে মাত্র ৫০০ মিটার দূরে। এবছর ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ আউটলেটটি সর্ব সাধরনের জন্য উন্মুক্ত করা হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) আউটলেটটি ঘুরে দেখা যায়, সুবিশাল নিজস্ব আউটডোর পার্কিং নিয়ে তৈরি করা হয়েছে ৩৫ হাজার বর্গফুটের এই আউটলেট। ঢুকতেই গেটে চোখে পড়েছে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি। এজন্য গ্রাহকের সেবায় তৎপর থাকছেন কয়েকজন নিরাপত্তাকর্মী। পার্কিং স্লটের পেছনের দেয়ালে রয়েছে দৃষ্টি নন্দন ওয়ালআর্ট। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের বিষয়টি বিবেচনা করে এখানে রাখা হয়েছে আলাদা পার্কিং, র্যাম্প, হুইলচেয়ার বহনযোগ্য লিফট এবং ওয়াশরুমে বিশেষ সুবিধার ব্যবস্থা।

সুবিশাল কাঁচের গেটটি দিয়ে প্রবেশমাত্রই আপনি কোনো জাদুঘরে ঢুকে পড়েছেন ভেবে মোটেও ভুল করবেন না! কারণ, এটিই আড়ংয়ের সর্ববৃহৎ আউটলেট। এখানে একই ছাদের নিচে রয়েছে আড়ংয়ের অন্যান্য ব্র্যান্ড তাগা, তাগা ম্যান, হারস্টোরি বাই আড়ং এবং আড়ং আর্থের পণ্য। শুধু তাই নয়, এই আউটলেটে শীঘ্রই যুক্ত হবে একটি দুই তলা বিশিষ্ট এবং ওপেন এয়ার ক্যাফে ও রেস্তোঁরা।

মেজেনিন তলা বিশিষ্ট এই আউটলেটে ঢুকতেই চোখে পড়বে দৃষ্টিনন্দন বড় এক ঝাড়বাতি। ডানে-বামে-উপরে যেদিকেই তাকান না কেন, মনে হবে আপনি যেন লক্ষাধিক পন্যের এক সমারহে আছেন। পোশাক, গহনা, কাপড়, হস্তশিল্প, চামড়া শিল্প, জুতা, গৃহস্থালী সামগ্রী, গাছসহ- কী নেই সেখানে!

এর আগে এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামরা হাসান আবেদ বলেন, নতুন এই আউটলেটটি নিঃসন্দেহে আপনাদের জন্য হবে একটি কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। আমি সবাইকে এই অভিনব আউটলেটটিতে আসার জন্য এবং অনন্য এক অভিজ্ঞতার অংশীদার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

উল্লেখ্য, আড়ং প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে, গ্রামীণ কারু ও হস্তশিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে। গত ৪২ বছর ধরে বাংলাদেশের আবহমান ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে নিজেকে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে আড়ং। বর্তমানে আড়ংয়ের সঙ্গে সরাসরি কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি কারু ও হস্তশিল্পী। তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি হচ্ছে দেশজুড়ে আড়ংয়ের ২০টি আউটলেটে।
এমএইচএন/এইচএন/এএ

