কৈশোরে সন্তানকে ঠিক কতটা স্বাধীনতা দেবেন?
সন্তান যখন শৈশব পেরিয়ে কৈশোরে পৌঁছে যায়, তখন নিজের মতো করে চলতে চায়। কিন্তু বাবা-মা অনেক সময় সন্তানের প্রতিটি বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে চান। এতে বাবা-মা ও সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, কিশোরদের সবসময় বাঁধনে বেঁধে রাখা উচিত নয়, আবার অতিরিক্ত স্বাধীনতা দিলেও অল্প বয়সে তারা ভুল করতে পারে। তাই কৈশোরে ঠিক কতটা স্বাধীনতা দেওয়া উচিত—সেই ভারসাম্য রক্ষা করা জরুরি। স্বাধীনতা দেওয়ার আগে সন্তানের ধরন ও পরিস্থিতি বিবেচনা করা দরকার। প্রতিটি কিশোর-কিশোরীর বাস্তববোধ ও পরিস্থিতি সামলানোর ক্ষমতা সমান নয়।
জেনে নিন স্বাধীনতা দেওয়ার আগে ঠিক কীভাবে যাচাই করবেন নিজের সন্তানকে
বয়স বিবেচনায় রাখুন : সন্তান যদি ১৫-১৬ বছরের হয়, তবে তাকে রাতে একা বাইরে যাওয়া বা লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অনুমতি দেবেন না। বোঝান, এর জন্য আরও কিছু বছর অপেক্ষা করতে হবে।
নিয়ম করুন : কখন বাড়ি থেকে বের হবে, কখন ফিরবে, কতক্ষণ বন্ধুদের সঙ্গে সময় কাটাবে—এসব বিষয়ে খোলাখুলি কথা বলে নিন।
নিয়ম না মানলে ব্যবস্থা নিন : নির্ধারিত নিয়ম মানতে ব্যর্থ হলে শাস্তিমূলক পদক্ষেপ নিন। ব্যবস্থা না নিলে সে একই ভুল বারবার করতে পারে।
দায়িত্ব দিন : স্বাধীনতার সঙ্গে কিছু দায়িত্বও দিন। লক্ষ্য করুন, সে দায়িত্ব ঠিকমতো পালন করছে কি না। এতে তার দায়িত্ববোধ তৈরি হবে।
বিশেষজ্ঞদের মতে, বাবা-মায়ের উচিত সন্তানের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করা। তাতে যোগাযোগ আরও দৃঢ় হবে এবং সে নিজের সমস্যাও সহজে ভাগ করে নিতে পারবে।
এআইএস
